logo
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

কর্ণফুলীতে নৌকার ইঞ্জিন বিকল, লাফ দিয়ে নিখোঁজ দুই যাত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৭ এপ্রিল ২০১৯, ২৩:০৮ | আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২৩:১২
কর্ণফুলী নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় পর নৌকা থেকে লাফিয়ে পড়া কয়েকজনের মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন। তবে জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুত্সুদ্দী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টার পর এ দূর্ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২জন কে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন বাসিন্দা মো. হানিফ ও মো. আকবর। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধার হওয়ার ব্যক্তিরা জানান, বিকালে ডাঙ্গার চর থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা নগরীর সল্টগোলা ঘাটে আসছিল। ঘাটে ভেড়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে ভাটা থাকায় নৌকাটি ভাসতে ভাসতে বন্দর জেটি ও জাহাজের মাঝামাঝি স্থানে ঢুকে যাওয়ার সময় কয়েকজন লোক ভয়ে নদীতে লাফিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করেন।

এমসি/ এমকে  

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়