• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কর্ণফুলীতে নৌকার ইঞ্জিন বিকল, লাফ দিয়ে নিখোঁজ দুই যাত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৯, ২৩:০৮

কর্ণফুলী নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় পর নৌকা থেকে লাফিয়ে পড়া কয়েকজনের মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন। তবে জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুত্সুদ্দী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টার পর এ দূর্ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২জন কে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন বাসিন্দা মো. হানিফ ও মো. আকবর। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধার হওয়ার ব্যক্তিরা জানান, বিকালে ডাঙ্গার চর থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা নগরীর সল্টগোলা ঘাটে আসছিল। ঘাটে ভেড়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে ভাটা থাকায় নৌকাটি ভাসতে ভাসতে বন্দর জেটি ও জাহাজের মাঝামাঝি স্থানে ঢুকে যাওয়ার সময় কয়েকজন লোক ভয়ে নদীতে লাফিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করেন।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
ছুটির দিনে পুরান ঢাকার ভবনে আগুন
ভবন কর্তৃপক্ষকে ৩ বার নোটিশ দেওয়া হয়েছিল
X
Fresh