• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

  ২২ মার্চ ২০১৯, ১১:১৭

বরিশালের উজিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

গতকাল সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মেজর এম জলিল সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম দীপ কর্মকার। সে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এম জলিল সেতুতে ঘোরাফেরা করছিল দীপ ও তার সহোদর ভাই পার্থ। এসময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার দীপকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত দীপকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

প্রত্যক্ষদর্শী রাজা রহমান আরটিভি অনলাইনকে বলেন, ঘাতক প্রাইভেটকারটির সামনে পোশাকধারী একজন পুলিশ বসা ছিলেন। তাছাড়া গাড়িটির সামনে পুলিশের সিগন্যাল বাতি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাতক প্রাইভেটকারটিতে প্রশাসনের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তা ছিলেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে একজন হাফেজের মৃত্যু
দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড
মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকসহ ২ জনের মৃত্যু
গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
X
Fresh