• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু সন্তানকে চুরি

বাগেরহাট প্রতিনিধি

  ১১ মার্চ ২০১৯, ১৪:৪৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মা-বাবার কোল থেকে আড়াই মাস বয়সী এক শিশু সন্তানকে চুরির ঘটনা ঘটেছে। এরপর শিশুটির মুক্তির জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

রোববার গভীর রাতে উপজেলার বিশারীঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ ওই গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের ছেলে।

সোহাগ হাওলাদার বলেন, রোববার রাত তিনটার দিকে অসুস্থ আব্দুল্লাহকে ওষুধ খাওয়াই। এরপর অপর সন্তান সুমাইয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত চারটার দিকে ঘুম থেকে উঠে দেখি বিছানায় আব্দুল্লাহ নেই। আমার মোবাইল ফোনটিও নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দেখতে পাই জানালার গ্রিল ও দরজা খোলা। ঘরের মধ্যে লোকজনের উপস্থিতি টের পেয়েছি। কিন্তু কিছুই করার ছিল না। বাহির থেকে কক্ষের দরজা আটকিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, খোয়া যাওয়া মোবাইল ফোন থেকে কল করে আমার ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে দুর্বৃত্তরা।

শিশুটির মা রেশমা বেগম বলেন, আব্দুল্লাকে ওষুধ খাওয়ানোর বুকের দুধ খাওয়াতে খাওয়াতে আমরা ঘুমিয়ে পড়ি। সে আমার কোলের মধ্যেই ছিল। কিভাবে নিয়ে গেছে টের পাইনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের তিনটি টিম কাজ করছে। দ্রুতই শিশুটিকে উদ্ধার সম্ভব হবে।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবগঙ্গা থেকে উদ্ধার ৯ বছরের শিশুর মরদেহে ধর্ষণের আলামত
এবার সন্তানদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় চান আমলারা
এক যুগ পর যেভাবে মাকে ফিরে পেলেন সন্তানেরা 
৫৮ মাস পর সাকিবের ঝোড়ো সেঞ্চুরি
X
Fresh