• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

  ১১ মার্চ ২০১৯, ১১:০৭

কক্সবাজারের টেকনাফ থেকে আজ সোমবার ভোরে আট লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে-এমন খবরের ভিত্তিতে আজ ভোরে বিজিবির সদস্যরা হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদী সংলগ্ন ওমরখালে অবস্থান নেয়। বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবা পাচারকারীরা নৌকা ফেলে বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নৌকা তল্লাশি করে আট লাখ চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিজিবি-২ সদর দপ্তরে রাখা হবে। পরে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

প্রসঙ্গত, গেল ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির উপস্থিতিতে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমপর্ণ করলেও ইয়াবা পাচার চলছেই।


আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মনে হচ্ছিল আমি সমুদ্রের মধ্যে সামান্য ডিঙি নৌকা’
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
X
Fresh