• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিবির না করাই ছিল মাদরাসা ছাত্রটির অপরাধ

বাগেরহাট প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৯, ২১:৩৬

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ‘শিবির না করার অপরাধে’ এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মো. ইমরান হোসেনের (৩৮) বিরুদ্ধে। গতকাল শনিবার রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কৈয়ার খালপাড় হাফেজিয়া মাদরাসায়।

মারধরের শিকার ওই ছাত্রের নাম মো. বায়েজিদ বোস্তামি (১৪)। তার বাবার নাম মোস্তফা বেপারি।

ঘটনার পর আহত অবস্থায় বায়েজিদকে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে বায়েজিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মাদরাসার প্রধান শিক্ষক ইমরান হোসেন তাকে ছাত্রশিবিরের কর্মী হিসেবে কাজ করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সে রাজি না হওয়ায় গতকাল রাতে তাকে পেটাতে থাকেন ইমরান। এতে সে আহত হয়।

প্রধান শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, বায়েজিদ তার কথা না শোনায় তিনি শাসন করেছেন। এছাড়া যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। তিনি এমন কোনও কারণে বায়েজিদকে মারধর করেননি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
X
Fresh