• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কলমাকান্দায় জালভোট দিতে এসে আটক ৩

কলমাকান্দা সংবাদদাতা

  ১০ মার্চ ২০১৯, ১৯:৪২

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের একটি কেন্দ্র জালভোট দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়নের আজগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন হাড়িগাতী গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. খাইরুল ইসলাম, শুক্কুর আলীর ছেলে মো.কাইয়ুম ও কিশোর মাসুম। তাদের মধ্যে খাইরুল ইসলামকে ১৫ দিন ও মো.কাইয়ুমকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল জাকির। প্রাপ্ত বয়স না হওয়ায় মাসুমকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লা আল জাকির জানান, আজগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খাইরুল ইসলাম নামের এক কিশোরকে ১৫ দিন ও মো.কাইয়ুমকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেকজনের প্রাপ্ত বয়স না হওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh