• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

কুড়িগ্রাম প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৯, ১৭:৫৯

আগামীকাল ১০ মার্চ কুড়িগ্রামের নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আটটি উপজেলার ৬৬১টি কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার ফুলবাড়ী উপজেলায় বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে এ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়।

কুড়িগ্রামে আটটি উপজেলার তিনটি পৌরসভাসহ ৬৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২০ হাজার ৬০৭ জন। নির্বাচনে ৬৬১টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৭৮টি। এসব কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে চার হাজার ২০টি।

নির্বাচনে ২৪ জন চেয়ারম্যান, ৩৬ জন ভাইস চেয়ারম্যান এবং ২৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থীর সংখ্যা ৮৭ জন।

এদিকে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য জেলায় বিজিবি ১৮ প্লাটুন, আনসার ও ভিডিপি আট হাজার ৫৫৬ জন এবং পুলিশ-র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ১১ হাজার ২১৩ জন। এছাড়াও ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
X
Fresh