• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইজতেমার মাঠে তিন দিনে ৪ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতোমায় গেল তিন দিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে।

এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি দিনগত রাতে একজন, ১৪ ফেব্রুয়ারি দুপুর ও রাতে দুইজন এবং আজ শুক্রবার ভোরে আরেকজন মুসল্লির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, ফেনীর সফিকুর রহমান (৫৮), কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫), নাটোরের মো. আলী (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বরও (৪০)।

বিশ্বইজতেমার মাজলেহাল জামাতের জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান ও বৃহস্পতিবার দিনগত রাত দুই দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে ১৪ ফেব্রুয়ারি দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি দিনগত রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বরও (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বিশ্ব ইজতেমা মাঠে শুক্রবার সকালে গ্যাস সিলিন্ডার জ্বালানোর সময় আগুন লেগে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
X
Fresh