• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

সীতাকুণ্ড প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুই শিশু।

মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। আহতরা হলো রাসেল (১০) ও রনি (১২)। তাদের মিরসরাই মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় একটি মাইক্রোবাস সামনে থাকা চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার পর মাইক্রোবাসের সামনের অংশ কাভার্ডভ্যানের পেছনে আটকে যায়। এসময় কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে টেনে নিজামপুর পর্যন্ত নিয়ে যায়। চলতি পথেই মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী দগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা যান।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হোসেন আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh