• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গোদাগাড়ীতে সোয়া দুই কেজি হেরোইন উদ্ধার, আটক ৩

রাজশাহী প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই কেজি ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল সোমবার বিকেলে উপজেলার জাহানাবাদ এলাকার উজ্জ্বল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন উজ্জ্বলের স্ত্রী জান্নাতুন নেসা (২৪), একই এলাকার মরিয়ম খাতুন (১৪) ও আলামিন (২৪)।

রাত ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে জাহানাবাদ এলাকার উজ্জ্বলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উজ্জ্বল পালিয়ে যায়। পরে তার স্ত্রীসহ তিনজনকে আটক করে র‌্যাব। বাড়ি তল্লাশি করে দুই কেজি ২০০ গ্রাম হেরোইন, একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্র, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

আটককৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
X
Fresh