• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সঙ্গী পেল রামসাগরের নীলগাইটি

দিনাজপুর প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০
ছবি: সংগৃহীত

প্রায় ছয় মাস পর দিনাজপুরের রামসাগরের নীলগাইটির একাকীত্বের অবসান ঘটল। সম্প্রতি নওগাঁ জেলার মান্দায় আটক হওয়া একটি পুরুষ নীলগাইকে আজ শনিবার ভোরে রামসাগরে আনা হয়েছে।

সকালে ছেড়ে দেয়া হয়েছে মাদী নীলগাইটির সঙ্গে। ছেড়ে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নীলগাই দুটি এখন নিজেদের মধ্যে সখ্যতা গড়ে তুলেছে। ছুটোছুটি করছে উদ্যানের নির্দিষ্ট বেষ্টনীর ভেতরে। তাদের সখ্যতার বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ উৎসুক দর্শনার্থীদের সেখানে যেতে দিচ্ছে না।

বন কর্তৃপক্ষ জানায়, গেল বছরের চার সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থেকে মাদী নীলগাইটি স্থানীয় লোকজন আটক করে। পরে বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে রামসাগরে নিয়ে আসে। তখন থেকেই মাদী এই নীলগাইটি একাই ছিল।

বন কর্তৃপক্ষ আশা করছে, শিগগিরই তাদের মধ্যে প্রণয় হবে এবং শাবক উপহার দিবে তারা।

আর/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh