• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অপহৃত হওয়ার পর মাটির নিচে শিশুর মরদেহ

সাভার প্রতিনিধি

  ২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৪২

সাভারের ধামরাইয়ে পাঁচ বছরের এক শিশু অপহৃত হওয়ার তিন দিন পর মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে ধামরাইয়ের ছোট আশুলিয়ার এক নির্জন স্থানের মাটির নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির নাম মনির। সে ওই এলাকার সোনা মিয়ার ছেলে। আটকরা হলেন মাজেদুল ও সাব্বির। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গেল শুক্রবার বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মনির। পরে মোবাইল ফোনে তার বাবার কাছে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে মোবাইল ফোন ট্যাকিং করে মাজেদুল ও সাব্বিরকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আশুলিয়ার একটি নির্জন স্থানের মাটির নিচ থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আরটিভি অনলাইনকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
কচুরিপানায় তৈরি হচ্ছে উন্নত সার, খুলছে সম্ভাবনার দুয়ার
X
Fresh