DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
|  ১২ জানুয়ারি ২০১৯, ০৮:৫৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৯:২৮
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর থেকে নৌরুট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। সে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  

তিনি আরও বলেন, মাঝপথে আটক পড়ে আছে কয়েকটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই ঘাটে শতাধিক গাড়ি আটকে আছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে।

এমসি/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়