DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকে আগুন, দীর্ঘ যানজট

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ জানুয়ারি ২০১৯, ১৬:৪৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৭:২৩
সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুতে উত্তরবঙ্গগামী লেনে রড বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে বারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝায় একটি ট্রাক সেতুর ৩৯নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা ফেটে আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, পরে অগ্নিদগ্ধ ট্রাকটি সরিয়ে ফেললে অল্প কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গগামী লেনটি চালু হয়। কিন্তু ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে চেষ্টা চালানো হচ্ছে।

আরো পড়ুন:

এমসি/ এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়