• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বল ভেবে ককটেল দিয়ে ক্রিকেট খেলতে গিয়ে তিন শিশু আহত

অনলাইন ডেস্ক
  ০২ জানুয়ারি ২০১৯, ২১:০০

বল মনে করে কুড়িয়ে পাওয়া ককটেল এনে ক্রিকেট খেলছিল শিশুরা। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে থাকা তিন শিশু গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুরে এই ঘটনা ঘটেছে।

ফতুল্লা থানা ওসি মনজুর কাদের আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।

আহতরা হলো- পাগলা পশ্চিম রসুলপুর এলাকার টিটু মিয়ার ছেলে সাকিব (৬), আরিফ (৩) ও একই এলাকার আবুল হোসেনের মেয়ে আখি (১০)।

জানান গেছে, দুর্বৃত্তরা পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল ফেলে রেখে যায়। আর সেই ককটেলগুলোর মধ্যে বল মনে করে একটি ককটেল কুড়িয়ে এনে ক্রিকেট খেলতে থাকে শিশুরা। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে থাকা তিন শিশু গুরুতর আহত হয়।

ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ আটক ১
X
Fresh