• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তার হৃদরোগে মৃত্যু

নড়াইল প্রতিনিধি

  ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

মাশরাফির নিরাপত্তা বহরে থাকা নড়াইল গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

নিহত গোয়েন্দা পুলিশ কর্মকর্তার নাম মো. মনিরুজ্জামান মিন্টু (৪০)। তিনি বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে।

ওই বহরে থাকা পুলিশ সদস্য মো. বায়েজীদ হোসেন জানান, লোহাগড়া উপজেলার দেবী গ্রামে মাশরাফির বহরে দায়িত্ব পালন করার সময় বুকে ব্যথা অনুভব করেন মিন্টু। পরে তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ ঘটনার পর মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন পুলিশ লাইনে মনিরুজ্জামানকে দেখতে যান।

এ ঘটনায় জেলা পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ লাইনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
X
Fresh