• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চারদিন জাহাজ চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি

  ২২ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার কথা বিবেচনা করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শনিবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচনের সময় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে আবার আলোচনা হবে বলেও জানান তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘নির্বাচনের সময় নিরাপত্তার কথা চিন্তা করে ২৮ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল বন্ধ করে দেওয়া হবে। ৪ দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ৩দিন অথবা ৪ দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’

সেন্টমার্টিন আবাসিক হোটেল কিংশুক ইকো-রিসোর্টের মালিক সরওয়ার কামাল বলেন, বার্তাটি ইতোমধ্যে আমরা পেয়েছি।

এ মৌসুমে সামান্য ক্ষতি হলেও রাষ্ট্রীয় সুবিধার কথা মাথায় রেখে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

আরএস/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ নাবিক জীবিত উদ্ধার, নিখোঁজ ১
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক
জাহাজেই ফিরছেন এমভি আবদুল্লাহর সব নাবিক
একদিন আগেই নোঙর করবে এমভি আবদুল্লাহ
X
Fresh