• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি

  ২০ ডিসেম্বর ২০১৮, ১০:১৫

বাগেরহাটের রামপাল উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস (৪২), বাস হেলপার মো. কামরুল (৪৫)। তিনি মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলয় চন্দ্র রায় জানান, রাতে আল-আরাফাত পরিবহনের একটি বাস ঢাকা থেকে মোংলা যাচ্ছিল। রামপালের সোনাতুনিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও মোংলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচলেন তরিকুল
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
X
Fresh