বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ছেলের মৃত্যু
কুমিল্লায় বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সিয়াম ও জিহাদ। তারা শরীয়তপুর জেলার ট্রাকচালক নাজিম উদ্দিনের ছেলে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, নাজিম উদ্দিন ট্রাকে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি কোটবাড়ি আসার পর সড়কে পিছল খেয়ে ঘুরে গেলে দরজা খুলে সিয়াম ও জিহাদ রাস্তায় পড়ে যায়। এতে ওই ট্রাকের চাকাতেই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
এতে নিহত দুই সহোদরের মা সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান ওসি।
জেবি