DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
|  ২৯ নভেম্বর ২০১৮, ০৯:২৬ | আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৯:৪১
সিরাজগঞ্জের সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে উপজেলার সায়দাবাদে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, বুধবার রাতে উত্তরাঞ্চল থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক সায়দাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন। 
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 

আরও পড়ুন :

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়