• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাটির ব্যাংক ভাঙার মাধ্যমে উদ্বোধন হলো উইম্যান এক্সপো

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৫ নভেম্বর ২০১৮, ১৩:১২

নারীদের ক্ষুদ্র সঞ্চয় যথাযথ বিনিয়োগের মাধ্যমে তাদের এনে দিতে পারে আত্মকর্মসংস্থান ও আত্মনির্ভশীলতা অর্জনের শক্তি। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় মানে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি। মাটির ব্যাংক যেন সেই শক্তির উৎস। সে মাটির ব্যাংক ভাঙার মাধ্যমে ব্যতিক্রমী এক বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হলো নারী উদ্যোক্তাদের মেলা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল উইম্যান এক্সপো।

গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে এক্সপোটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এক্সপোর আয়োজক।

প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, ১৫০ আসনে সংসদীয় আসনের দাবি করতে পারে মহিলারা এবং সেই লক্ষ্যে কাজ করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়ন করতে পারে। আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক নারী সমাজ। কারণ আওয়ামী লীগ সরকারই নারী উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী, উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মোহাইরি, সাবিহা মুসা এমপি।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা পুরস্কার দেন প্রধান অতিথি। মাসব্যাপী এবারের মেলায় থাকছে নারী উদ্যোক্তাদের তিনশ'রও অধিক স্টল ও দশটি প্যাভিলিয়ন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এসএমই ফাউন্ডেশন ও জুট প্রমোশন সেন্টার।

আরও পড়ুন :

এমসি/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh