• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৮ বছর ধরে বিছানায় ক্রিকেটার চামেলি

রাজশাহী প্রতিনিধি

  ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৩১

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য চামেলি খাতুন গেল আট বছর ধরে পড়ে আছেন বিছানায়।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় আছেন চামেলি। মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।

এই অবস্থায় দ্রুত দেশের বাইরে নিয়ে সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর এই চিকিৎসার জন্য চামেলির প্রয়োজন ১০ লাখ টাকা। অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সমাজের সকলের কাছে চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন একসময়ের এই দাপুটে নারী ক্রিকেটার।

চামেলি খাতুন ক্রিকেটের পাশাপাশি ফুটবলে ও অ্যাথলেটিক্সেও ছিলেন সমান পারদর্শী। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত খেলেছেন।

২০১০ সালের এশিয়া কাপে বাংলাদেশের রানার আপ হওয়া দলের হয়ে মাঠ মাতিয়ে ছিলেন এই চামেলি খাতুন।

রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় ক্রিকেটার চামেলি খাতুনের পৈত্রিক বাড়ি। দুই জানালা এক দরজার জরাজীর্ণ ছোট্ট একটি ঘরই এখন চামেলির পরিবারের ঠিকানা।

চামেলি খাতুন আনসার ভিডিপি অফিসে কর্মরত থাকলেও অসুস্থতার কারণে সেটিও নিয়মিত করতে পারছেন না। ফলে মানবেতর জীবন-যাপন করছেন এই নারী ক্রিকেটার।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
X
Fresh