• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, র‌্যাবের ৪ সদস্য আহত

চট্টগ্রাম প্রতিনিধি

  ১২ অক্টোবর ২০১৮, ১০:৪৮

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। এই ঘটনায় র‌্যাবের চার সদস্য আহত হয়েছেন।

তারা চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুরাদপুর রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম অসীম রায় বাবু। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফকাহ উদ্দিন আহমেদ বলেন, মাদক ব্যবসায়ীরা মুরাদপুর এলাকা দিয়ে আসছে এমন খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। সে সময় মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে আসতে থাকা নীল রঙের একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয় র‌্যাব।

সংকেত পেয়ে গাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে র‌্যাবের চার সদস্য আহত হন। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে র‌্যাব। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh