• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি

চাঁদপুর প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯

চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রীবাহী এমভি রফরফ লঞ্চের ইঞ্জিন রুমে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত যাত্রীরা ছুটাছুটি করতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিন, জেনারেটর, পাওয়ার সেকশন, হাওয়ার মেশিন, ডায়াস মেশিনসহ আট কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় লঞ্চটি চাঁদপুর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় লঞ্চে প্রায় তিন শতাধিক যাত্রী ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর উত্তর, দক্ষিণ ও নৌ-ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রফরফ লঞ্চের মাস্টার মো. মামুনুর রশিদ জানান, ইঞ্জিনটি চালু করার পরপরই বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। এতে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক যাত্রীদের টার্মিনালে নামিয়ে দেয়া হয়। এরপর আশপাশের লঞ্চের স্টাফ, নৌ-টার্মিনালে থাকা ব্যবসায়ীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

মেসার্স রাকিব ওয়াটার ওয়েজের কোম্পানির ম্যানেজার মো.ফরিদ আহম্মেদ জানান, অগ্নিকাণ্ডে আমাদের লঞ্চের ইঞ্জিন, কেবিন ও আসবাবপত্রসহ প্রায় আট কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এনায়েত উল্লাহ, বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক রতন কুমার আরটিভি অনলাইনকে জানান, আমাদের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন :


জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে বাঘড়া বাজারে আগুন, পুড়ে ছাই ১২ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে আগুনে পুড়ল ২৯ দোকান
কলকাতার বড়বাজারে আগুন
বনানীতে বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 
X
Fresh