DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ‘রাখিবন্ধন’

হিলি প্রতিনিধি
|  ২৬ আগস্ট ২০১৮, ১২:৩৮ | আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৩:০৪
সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ‘রাখিবন্ধন’ উৎসব পালিত হয়েছে।

রোববার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্টের শূন্য রেখায় এই রাখিবন্ধন উৎসবের আয়োজন করে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

এসময় চেকপোস্টে কর্তব্যরত বিজিবি ও বিএসএফের সদস্যরা একে অপরের কপালে ভাইফোঁটা দেন। পরে মিষ্টি খাইয়ে হাতে রাখি পরিয়ে দেন তারা।

-------------------------------------------------------
আরও পড়ুন : সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা
-------------------------------------------------------

এছাড়া সীমান্তের দুই অংশের মানুষরাও এই উৎসবে অংশ নিয়ে একে অপরকে রাখি পরিয়ে দেন। এসময় মিলন মেলায় পরিণত হয় হিলি চেকপোস্ট আঙিনা।

এই রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথিলেশ শেখর, বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মালেক।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মালেক বলেন, আমরাও আমাদের বিভিন্ন জাতীয় উৎসব ও ধর্মীয় দিনগুলোতে বিএসএফ সদস্যদের মিষ্টি ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।

আরও পড়ুন :

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়