• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমারে পালিয়ে যাওয়া ৯টি বাংলাদেশি মহিষকে ফেরত আনা হলো

টেকনাফ প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৮, ১১:০৬

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি'র মধ্যে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে উভয় দেশের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা শেষে বাংলাদেশ সীমান্ত হতে পালিয়ে যাওয়া নয়টি মহিষ ফেরত আনা হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় মিয়ানমারের দুই নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ঝিমং চং ক্যাম্প অভ্যন্তরে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এতে উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির জন্য অধিনায়করা মতামত ব্যক্ত করেন। শেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে সৌজন্য সাক্ষাত শেষ করা হয়।
-------------------------------------------------------
আরও পড়ুন : পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
-------------------------------------------------------

ওই বৈঠকে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২নং বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী ও মিয়ানমার সাত সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লে: কর্নেল নাই মাইও থো।