• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, যুবক আটক

বরগুনা প্রতিনিধি

  ১২ জুলাই ২০১৮, ১৫:১৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় সোহাগ বিশ্বাস (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করেছে আমতলী থানা পুলিশ। তিনি আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হোটেল ব্যবসায়ী খলিলুর রহমান বিশ্বাসের ছেলে। সোহাগকে বৃহস্পতিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানিয়েছেন, সোহাগ বিশ্বাস তার নিজ আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘মুজিব কোট’ নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

-------------------------------------------------
আরও পড়ুন : নির্বাচনের কোনও পরিবেশ নেই রাজশাহীতে: বুলবুল
-------------------------------------------------

পরে মুজিব কোট নিয়ে কটূক্তি করার অপরাধে সোহাগ বিশ্বাসকে আমতলীর আল হেলাল মোড় থেকে আটক করে পুলিশ।

সোহাগ নিজেকে স্থানীয় পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

ওসি আরও জানান, সোহাগকে বৃহস্পতিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে, আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
পাথরঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩
X
Fresh