• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

মেয়র পদ থেকে পদত্যাগ করলেন বুলবুল

রাজশাহী প্রতিনিধি

  ২৭ জুন ২০১৮, ২০:১৭

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিধি অনুযায়ী বুধবার দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র প্রেরণ করেন। পরে বিকেল ৫টায় নগর ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান বুলবুল। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিএনপি দলীয় মেয়র প্রার্থী।

বুলবুল বলেন, নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচনকালীন ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।

মহানগর বিএনপির সভাপতি ও দলের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এর আগে গত সোমবার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেয়ার জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: শেরপুরে জেএমবি সদস্যের ২১ বছর কারাদণ্ড
--------------------------------------------------------

২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছিলেন এক লাখ ৩১ হাজার ৫৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছিলেন ৮৩ হাজার ৭২৬ ভোট।

এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল খায়রুজ্জামান লিটনের কাছে পরাজিত হন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ভোটগ্রহণ করা হবে ৩০ জুলাই।

আরও পড়ুন:

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ
চাল-মোবাইল ব্যবসায়ীদের নিয়ে কমিটি, ছাত্রলীগ নেতার পদত্যাগ!
X
Fresh