logo
  • ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

ঝিনাইদহে বাসচাপায় আলমসাধুর ৩ যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
|  ২৬ জুন ২০১৮, ১১:৪৪ | আপডেট : ২৬ জুন ২০১৮, ১৪:১৪
ঝিনাইদহ সদরের সাধুহাটি বাজারে বাসের চাপয় আলমসাধুর ৩ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ(মঙ্গলবার) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

----------------------------------------------------------
আরও পড়ুন : আট জেলায় সড়কে ঝরলো ৩৩ প্রাণ
----------------------------------------------------------

নিহতরা হলেন, শহিদুল ইসলাম(৪৫), লতিফ মন্ডল(৫০) ও রাহাব উদ্দিন(৬০) । তাদের সবার বাড়ি হরিনাকুণ্ডু উপজেলা কেষ্টপুর গ্রামে। হতাহত ব্যক্তিরা পান ব্যবসায়ী। পান নিয়ে শহরে যাচ্ছিলেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, সকালে হরিনাকুণ্ডু থেকে আলমসাধু যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন চালকসহ ৮ জন। পথিমধ্যে সাধুহাটি বাজারে মেইন রাস্তায় ওঠার সময় পেছন দিক থেকে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হন এবং হাসপাতালে আনার পর আরও দুই জন নিহত হন। আহত অপর ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 

আরও পড়ুন :

   গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা: ১৪ জনের মরদেহ হস্তান্তর

   রংপুর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২

জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়