• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই মেয়েসহ বাবার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

  ১৮ জুন ২০১৮, ২০:৫৪

সেলফি তুলতে গিয়ে নরসিংদীর পুরানপাড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবাসহ দুই মেয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজিজুর রহমান (৪০), তার মেয়ে তারিন (১৪) ও তুলি (৩)। নিহতরা শহরের বিলাসদী এলাকায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

পুলিশ জানায়, বিকেল আনুমানিক ৬টায় নরসিংদী শহরের বিলাসদী বাড়ি থেকে আজিজুর রহমান তার দুই মেয়েকে নিয়ে ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়।

পুরানপাড়া ব্রিজের রেল লাইনে উপরে আজিজ তার দুই মেয়েকে নিয়ে সেলফি তুলতে দাঁড়ায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী উপকূল ট্রেনের নিচে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।

রেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম বলেন, আমাদের ধারণা তারা ব্রিজে ঘোরাঘুরি করছিল। ট্রেন চলে এলে তারা আর ব্রিজ থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে কালবৈশাখীতে দেয়ালচাপায় ২ জনের মৃত্যু
কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
X
Fresh