DMCA.com Protection Status
  • ঢাকা রবিবার, ২১ এপ্রিল ২০১৯, ৮ বৈশাখ ১৪২৬

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

নড়াইল প্রতিনিধি
|  ০৪ জুন ২০১৮, ১৩:১৯ | আপডেট : ০৪ জুন ২০১৮, ১৩:২৪
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে শিশুসহ ১২ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাতটার দিকে উপজেলার সরুশুনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরুশুনা গ্রামের বাচ্চু শেখ ও গোলজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এরই জের ধরে সোমবার ভোরে বাচ্চু শেখের লোকজন ঢাল, সড়কি, ইটপাটকেল নিয়ে প্রতিপক্ষ গোলজার শেখের বাড়িতে হামলা করে। হামলায় গোলজার শেখের সমর্থক সালাউদ্দিন শেখ (৫০), অন্তর শেখ (১৯), সামাদ শেখ (২৮), রিয়াজ শেখ (২২), মনোয়ার শেখ (৩৫) ও মেহেদী শেখের ৪ বছর বয়সী ছেলে সোহেল আহত হন।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্কুল বন্ধ, বন্ধ নেই কোচিং বাণিজ্য
--------------------------------------------------------

হামলাকালে গোলজার শেখের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রতিপক্ষ বাচ্চু শেখের লোকজনকে ধাওয়া করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বাচ্চু শেখের লোকজন পিছু হটে স্থানীয় মাঠের দিকে পালিয়ে যায়। এসময় বাচ্চু শেখ গ্রুপের মিলন মুন্সী (২৫), মিঠু শেখ (৫০), হাছু মোল্যা (৪৫), উজ্জ্বল শেখ (৩০) ও ইমরান মুন্সী (২২) আহত হন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন :

জেবি/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়