• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি কাপড় জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০১৮, ১১:১৮

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জের দেওয়ানজী পুকুর পাড়ের একটি দোকান থেকে দেড় কোটি টাকার বিদেশি কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দোকানে থাকা বিদেশি কাপড়গুলোর মাঝে রয়েছে-শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, পাঞ্জাবি ও শাল।

এসব পোশাকের দাম ১ কোটি ৫০লাখ টাকা পর্যন্ত হতে পারে। শুক্রবার দুপুরে র‌্যাব ও কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান চালানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব কর্মকর্তা মোরশেদ আলী চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ‘অর্ণব স্টোর’ নামের এ প্রতিষ্ঠানে অবৈধ ভাবে চোরাই পথে আসা কাপড় বিক্রি করছে। এসব কাপড় ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা হয়েছে। বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব মালামাল এনেছে। তারা আমদানির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিগারেটের প্যাকেট থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার
দেড় কোটি টাকার সুপারিসহ গ্রেপ্তার ৩ : ইউপি চেয়ার‌্যমানের বিরুদ্ধে মামলা
ঐতিহ্যবাহী জামাই মেলায় দেড় কোটি টাকার মাছ বিক্রি
X
Fresh