কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
সংবাদদাতা
| ১৩ মে ২০১৮, ২২:১৬ | আপডেট : ১৩ মে ২০১৮, ২২:৩৮

আরও পড়ুন : সরকার নির্বাচন বানচালের চেষ্টা করেছিল: হাসান উদ্দিন সরকার
-------------------------------------------------------- পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন সহকারি প্রক্টর নজরুল ইসলামের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধি দল। পরে জিরো পয়েন্টে অবস্থানরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান আশ্বস্ত করলে তারা ক্যাম্পাসে ফিরে যান। ময়মনসিংহ সদর পুলিশ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আল আমিন জানান, আমরা ইতোমধ্যে ট্রাক ড্রাইভারসহ ৫জনকে গ্রেপ্তার করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে সেই সঙ্গে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য এ হামলায় চার শিক্ষকসহ অন্তত ৩০জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের অধিকাংশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিবিএমসিতে চিকিৎসাধীন। আরও পড়ুন : জেএইচ