• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে জালনোট তৈরির সরঞ্জামসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০১৮, ১৫:৫২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ও পাঁচশ’ টাকা মূল্যের প্রায় ৪২ লাখ টাকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন মামুন ইসলাম (২১) ও কমলা বেগম (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলায়। তারা দুজন সম্পর্কে ভাই-বোন পরিচয় দিলেও অন্য কোনো সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর এএসপি শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল সাতটার দিকে দক্ষিণ সস্তাপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এই চক্রের আরও সদস্য রয়েছে। আটক দুজনের কাছ থেকে তথ্য নিয়ে তাদের আটকের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা জালনোট তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছেন।

তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
বস্তা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, মিলল স্কুলছাত্রীর মরদেহ 
সাত খুনের ১০ বছর : বিচার শেষ না হওয়ায় হতাশ স্বজনরা
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
X
Fresh