• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সোনাগাজীতে গ্যারেজ মালিকের হাতে শিশু নির্যাতন

ফেনী সংবাদদাতা

  ২৪ এপ্রিল ২০১৮, ০৮:৫৩

ফেনীর সোনাগাজী উপজেলায় তানভীর (১২) নামের এক শিশু শ্রমিককে নির্মমভাবে নির্যাতন করেছে গ্যারেজ মালিক।

উপজেলা পরিষদের সামনে অবস্থিত করিম গ্যারেজে সোমবার দুপুর ১২টায় এই নির্যাতনের ঘটনা ঘটে। তানভীর উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর এলাকার রবিউল হকের ছেলে।

জানা যায়, তানভীর করিম গ্যারেজে দীর্ঘদিন ধরে কাজ করতো। সেখানে কারণে অকারণে গ্যারেজ মালিক করিম মিয়া শিশুটিকে মারধর করতো। পরে মালিকের নির্যাতন সহ্য না করতে পেরে তানভীর বাড়িতে পালিয়ে যায়। পরে তানভীরের দরিদ্র মা আবার ছেলেকে গ্যারেজ মালিকের কাছে রেখে যায়। এর পরপরই ক্ষিপ্ত গ্যারেজ মালিক করিম শিশুটিকে বেধড়ক পিটিয়ে বেঁধে রাখে। শিশুটির চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলেও কেউ মালিকের ভয়ে ছেলেটিকে উদ্ধার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় অভিযুক্ত গ্যারেজ মালিক করিম মিয়ার শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
গরমে শিশুর যত্নে যা করবেন
X
Fresh