• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও মেলা

শরীয়তপুর প্রতিনিধি

  ১৪ এপ্রিল ২০১৮, ১০:৩৩

অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে বাঙালির পরান-বীণায় জাগরণী সুরের মূর্ছনায় নিয়ে এলো পয়লা বৈশাখ। পুরাতন বছরের দুঃখ, গ্লানি, জরা ঘুচে নতুন বছরে এক অনাবিল আনন্দের অফুরান উৎস হয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুরে তিনদিন ব্যাপী নানা উৎসবের আয়োজন করেছে।

পয়লা বৈশাখে সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আবদুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবা আকতার, এসডিএস এর নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আঃ হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির হায়দার শাওনসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষেরা নুতন সাঁজে সেজে মঙ্গল শোভা যাত্রায় অংশ নেয়।

এরপর জেলা প্রশাসক কাজী আবু তাহের সদর উপজেলা চত্বরে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, নেই ভোগান্তি
চীনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন
সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয়ে নববর্ষবরণ উৎসব উদযাপিত 
X
Fresh