• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে সাজাভোগ শেষে ফিরলো শিশুসহ ১৮ বাংলাদেশি নারী

বেনাপোল প্রতিনিধি

  ০৬ এপ্রিল ২০১৮, ২৩:৩৮

দীর্ঘ ২ বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলো দুই শিশুসহ ১৮ বাংলাদেশি নারী।

সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট জিরোপয়েন্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেন। এসময় বিজিবি, বিএসএফ ও দুই দেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত নারীরা হলেন- সূবর্না রুনা রিনা, মারুফা, নাসরিন, আমিনা খাতুন, ময়রী খাতুন, সোনিয়া খাতুন, পাপিয়া খাতুন, মুক্তা আক্তার, শীলা খাতুন, জাহানারা আক্তার, ময়না খাতুন, সামিনা খাতুন, শারমিন খাতুন, সামিরা খাতুন, লিজ ও সুমাইয়া। এদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, রংপুর, ঝিনাইদহ, যশোর, রাজশাহী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তরিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, দেশে ফেরত আসা নারীরা বিনা পাসপোর্টে ভারতে যান। অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের দুই বছরের সাজা দেয় দেশটির আদালত।

তিনি আরও জানান, জেল থেকে মুম্বাইয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও তাদের মুক্ত করে। ভারত সরকারের দেয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh