• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় ১৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি

  ০৬ মার্চ ২০১৮, ১৯:০৬

সাতক্ষীরায় চোরাই পথে ভারত থেকে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটকের পর তা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা।

মঙ্গলবার সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুর রহমান, ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিজিবি সূত্রে জানা যায়, ২০১৪ সালের এক এপ্রিল থেকে ২০১৮ সালের পাঁচ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার বোতল ফেনসিডিল, এক কোটি সাড়ে ২২ লাখ পিস নেশাজাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মদ ও গাঁজা আটক করা হয়। যেগুলো আজ মঙ্গলবার ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকসহ ২৪ জন গ্রেপ্তার
কারও জন্য কিছুই করা হয়ে ওঠে না!
রাজধানীতে গ্রেপ্তার ২৭
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৭
X
Fresh