• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘বিএনপির একটি বড় অংশ জাতীয় পার্টিতে যোগ দিতে পারে’

রংপুর প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৩

বিএনপির একটি বড় অংশ জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিতে পারে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন বিএনপির নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদানের বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। কেউ যদি ইচ্ছে করে আমার দলে যোগ দিতে চায়, কেন তাদের নেব না। তারা যদি ভালো নেতা হয়, যোগ্য প্রার্থী হয় তবে অবশ্যই তাদের দলে নেব।’

মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ আসুক বা না আসুক। আওয়ামী লীগ আছে আমরাও আছি দুটি দল থাকলেই নির্বাচন হবে।

তিনি বলেন, আমি নির্বাচন করব, ৩শ’ আসনে প্রার্থী দিয়েছি। দল করলে জেলে যেতে হয়। বিএনপি নেত্রীর রায় আদালত দিয়েছেন। সেই রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে হুসেইন মুহম্মদ এরশাদ দুই দিনের সফরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর আসেন। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের আরও নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
X
Fresh