• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৪

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী মাধবপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর উপর হামলা চালিয়ে হত্যার অভিযোগে ৩ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার বিকেলে এ রায় ঘোষণা করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
--------------------------------------------------------

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৯ জুলাই তারিখে মাধবপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীকে আসামিরা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ছেলে কামরুজ্জামান লাবু বাদী হয়ে কোতয়ালী থানায় পরের দিন আব্দুল খালেকসহ ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি আব্দুল খালেক, লিটন মিয়া ও রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন এবং বাকি ৬ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ আসামিকে বেকসুর খালাস দেন।

মামলার বাদী নিহত মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর ছেলে কামরুজ্জামান লাবু এ রায়ে ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh