• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

যুবককে কুপিয়ে হত্যা, হাওর থেকে মরদেহ উদ্ধার 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ০৬:১৮
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, হাওর থেকে মরদেহ উদ্ধার 
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের হিলুয়ার হাওর থেকে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ইব্রাহিমপুর ও অক্ষয়নগরের মধ্যবর্তী হিলুয়ার হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

নিহত আব্দুল আলিম (৪৫) উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ অক্টোবর) রাতের আধারে আব্দুল আলিমকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ গোপন করতে হাওরে ফেলে রাখে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয় কৃষকরা হাওরে মরদেহ দেখে সুনামগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আব্দুল আলিমের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢামেকের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার
সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, গ্রেপ্তার ৪
ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার