• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৯
ছবি: সংগৃহীত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আজওয়াদ প্রকাশ মাহিন (১৩) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজওয়াবদ হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধুমাহবুবের বাড়ির বাসিন্দা কাঠ মিস্ত্রি আলমগীরের ছেলে। তবে তারা ওই এলাকার আলহাজ্ব আবু সৈয়দ ম্যানসনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজওয়াদ রাস্তা পার হয়ে মাদরাসায় ঢোকার জন্য অপেক্ষা করছিল। এ সময় নগরমুখী একটি বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পরপর চারিয়া মাদরাসা ও এলাকাবাসীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটিসহ চালককে আটক করা হয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফি বাড়ল পুলিশ ক্লিয়ারেন্স ও নাগরিকত্ব সনদসহ কয়েক সেবার
জিডি হলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার
১২ পুলিশ সুপারকে বদলি
ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধের দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের