• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

সুদের টাকা পরিশোধ করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:৩৯

সুদের টাকা পরিশোধ করতে না পারায় বাচ্চু কাজি (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ঘিওর উপজেলার নালি ইউনিয়নের হেলাচিয়া গ্রামের একটি নির্জন স্থানে গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

বাচ্চু কাজির স্ত্রী শান্তি বেগম জানান, বছরখানেক আগে তার স্বামী বাঠুইমুরি গ্রামের আলমগীরের কাছে থেকে ৬ হাজার টাকা সুদে হাওলাত করেন। প্রতিমাসে ১০ টাকা হারে সুদ দেয়ার কথা ছিল। এ পর্যন্ত ছয় হাজার টাকা সুদ শোধ করেছেন।

গেলো বুধবার বিকেলে আলমগীর হোসেন বাড়িতে এসে সুদসহ ৩০ হাজার টাকা দাবি করেন। শুক্রবারের মধ্যে পুরো টাকা পরিশোধ না করলে বাচ্চু কাজিকে তুলে নেয়ার এবং তার ছেলেদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন।

বাচ্চু কাজির নাতিন রুমি বেগম জানান, আলমগীরের হুমকির পর তার নানা বাচ্চু কাজি সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন।

রাত দশটায় বাড়িতে না ফিরলে গ্রামের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করা হয়। ভোরে গ্রামের লোকজন তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

স্থানীয়রা জানায়, আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর বাঠুইমুরি বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসাসহ সুদে টাকা খাটানোর ব্যবসা করেন। বাজারে ভাই ভাই টেলিকম নামের একটি দোকান আছে তাদের।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল কাদের আলমগীরদের সুদের ব্যবসার কথা স্বীকার করে জানান, সুদের টাকা পরিশোধ করতে না পারায় বাচ্চু কাজি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের কাছে শুনেছি।

তবে আসল ঘটনা সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা
চিরকুট লিখে মুয়াজ্জিনের আত্মহত্যা
‘রেজাল্ট দিছে, আমি আর বাঁচতে পারলাম না’
‘সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইত না’
X
Fresh