• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে ১০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৪

যশোরের বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ড থেকে আবারো ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান (৪০) মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কোনাইসার গ্রামের তোতা মিয়ার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা কার্যালয়ের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক হোসেন আরটিভি অনলাইনকে বলেন, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল নো-ম্যান্সল্যান্ড থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।

পরে তল্লাশি করে কোনো স্বর্ণের বার না পেয়ে স্থানীয় একটি ক্লিনিকে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে তার পেটের ভেতর স্বর্ণ ধরা পড়ে। তারপর তাকে চেকপোস্ট কাস্টমসে এনে পায়ুপথ দিয়ে দুটি স্বর্ণের বার বের করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

আটক মোস্তাফিজুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস গুদামে জমা রাখা হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ৮ দফায় স্বর্ণের দাম কত কমলো
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
আরও কমলো স্বর্ণের দাম
স্বর্ণ রপ্তানিতে সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের
X
Fresh