• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

১৩২ কেজি হরিণের মাংস রেখে পালালেন শিকারিরা

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ১৭:৩৮
ফাইল ছবি

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা।

সোমবার দিবাগত রাতে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়।

এ সময় বন বিভাগের টহলরত সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে সুন্দরবনের চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়।

এ সময় দুজন হরিণ শিকারি বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গহিন বনের মধ্যে পালিয়ে যায়। ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হরিণে মাংস আদালতের নির্দেশে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ৪ নেতা বহিষ্কার
সুন্দরবন ভ্রমণে ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা
ডেঙ্গুতে খুলনায় ১ জনের মৃত্যু
পাইকগাছা পৌরসভায় ইউনিয়ন থেকে পাইপ লাইনে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন