• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

বন্ধুর অন্তঃসত্ত্বা বোনকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ২২:৫৩
নুর ইসলাম আরিফ
ছবি: আরটিভি

ফেনীর দাগনভূঞায় বন্ধুর ছোট বোনকে ধর্ষণের অভিযোগে মো. নুর ইসলাম আরিফ ( ২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) তাকে ফেনীর আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার (৯ জুন) রাতে দাগনভূঞা থানা পুলিশের এসআই নুরুল ইসলামের নেতৃত্বে উপজেলার জগতপুর এলাকা থেকে পুলিশের একটি টিম আরিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরিফ স্থানীয় পৌরসভার জগতপুর এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ভুক্তভোগী নারী উপজেলার পৌর শহরের একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং মানুষের বাসা বাড়িতে কাজ করেন। গ্রেপ্তারকৃত আরিফ সম্পর্কে তার বড় ভাইয়ের বন্ধু হওয়ায় প্রায়ই তাদের বাসায় আসা যাওয়া করত।

গত ১০ মে রাতে আরিফ ওই নারীর ঘরের দরজার সিটকানি খুলে ভিতরে ঢুকে ওই অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন ।

দাগনভুইয়া থানার ওসি আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাধ বন্ধে পুলিশকে শতভাগ চেষ্টা করতে হবে: আইজিপি
পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের তানজিল-আকরামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ