• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৮:০৪
রৌমারী থানা
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারের পাশে রৌমারী-ঢাকা মহাসড়ক থেকে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে পুলিশ।

এর আগে সোমবার সকালে স্থানীয়রা সড়কের একপাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী বড়াইকান্দি বাজারে অবস্থান করছিলেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। কিন্তু মানসিক ভারসাম্যহীন নারী স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, উদ্ধার করা নাম-পরিচয়হীন ওই নারীর মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর
সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
মিরসরাইয়ে ফ্ল্যাট থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর মিলল ২ জনের মরদেহ