• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২৪, ১৮:০৮
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরের বুড়ি তিস্তায় (ছোট নদী) গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাসি আক্তার (৯) ও মোন্নাফ আলীর নাতনি মীম আক্তার (৮)।

জানা গেছে, শুক্রবার দুপুরে বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় দাদির সঙ্গে হাসি ও মীম আক্তার বুড়ি তিস্তা নদী‌তে গোসল করতে নে‌মে ডুবে যায়। প‌রে তাদের দাদির ডাকচিৎকারে এলাকার লোকজন এসে নদী থে‌কে শিশু দু‌টি‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় ইউডি মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে শিশুর মৃত্যু
ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 
গোসলের সময় বজ্রপাতে শিশুর মৃত্যু
দোলনায় দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু