• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, ওসিসহ আহত ৫

আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ০৫:৩৭
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, ওসিসহ আহত ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৮ জুন) রাত ১১টার ১০ মিনিটের দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত শুক্রবার (৭ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রীর অনুসারী এম এ মান্নান চৌধুরীসহ ৬ জন আহত হন।

এ ঘটনায় শনিবার (৮ জুন) কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি করা হয় মো. মোজাম্মেল হক ওরফে গাছ মোজাম্মেলকে। তিনি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারী হিসেবে পরিচিত। মূলত তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। ওই সময় পুলিশের ওপর হামলা চালিয়ে মোজাম্মেলকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। হামলায় কর্ণফুলী থানায় ওসি ও আনোয়ারা থানার ৪ পুলিশ সদস্য আহত হন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকব না: কমলা হ্যারিস
গ্রেপ্তার হচ্ছেন সাধারণ মানুষও, চাওয়া হচ্ছে টাকা
মেট্রো স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে
আহতদের চিকিৎসায় ছাত্রদের ‘ইমার্জেন্সি হেলথ ফোর্স’ গঠন